অঞ্জনার অবস্থা খুবই ক্রিটিক্যাল
বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তাকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তার ছেলে নিশাত মনি গণমাধ্যমকে জানিয়েছেন যে, চিকিৎসকরা জানিয়েছেন যে তার মা'র অবস্থা খুবই সংকটজনক এবং বর্তমানে স্রষ্টার কৃপা ছাড়া আর কিছু করার নেই।
অঞ্জনার অসুস্থতা শুরু হয় প্রায় ১৫ দিন আগে, যখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসায় কোনো উন্নতি হয়নি। পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
অঞ্জনা ১৯৭৬ সালে 'দস্যু বনহুর' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তারপর তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অঞ্জনার পরিবারে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, এবং তারা বর্তমানে মায়ের পাশে আছেন।
সবার দেশ/এফএ