Advertisement

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ৩ জানুয়ারি ২০২৫

‘মধ্যবিত্ত’ দিয়ে রূপালী পর্দার বছর শুরু

‘মধ্যবিত্ত’ দিয়ে রূপালী পর্দার বছর শুরু
ছবি: সংগৃহীত

মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ ও দুঃখের মিশেলের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘মধ্যবিত্ত’ ৩ জানুয়ারি (শুক্রবার) দেশব্যাপী মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন তানভীর হাসান এবং প্রথম সপ্তাহে ১৩টি হলে এটি প্রদর্শিত হবে। 

প্রাথমিকভাবে, গত বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে নির্মাতা সিদ্ধান্ত পরিবর্তন করেন। অবশেষে, এটি বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার জন্যও নির্মাতাকে নানা ভোগান্তি পোহাতে হয়েছে, যেখানে সিনেমার নাম নিয়েও আপত্তি উঠেছিল।

এ সিনেমায় ঢাকাই চলচ্চিত্রে পা রাখছেন নবাগত নায়ক শিশির সরদার, যিনি অভিনেত্রী এলিনা শাম্মীর বিপরীতে অভিনয় করেছেন। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, রেবেকা রউফ, সমু চৌধুরী, সাবেরী আলম, ওমর মালিকসহ অন্যান্যরা।

‘মধ্যবিত্ত’ সিনেমাটি যেসব হলে দেখা যাবে:
- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা)
- ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা)
- ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা দিয়াবাড়ি, ঢাকা)
- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ, ঢাকা)
- গ্রান্ড রিভার ভিউ (রাজশাহী)
- বনলতা সিনেমা (ফরিদপুর)
- পূরবী সিনেমা (ময়মনসিংহ)
- মর্ডান সিনেমা (দিনাজপুর)
- নসীব সিনেমা (সাপাহার, নওগা)
- রাজ সিনেমা (কিশোরগঞ্জ)
- চলন্তিকা সিনেমা (নারায়ণগঞ্জ)
- সোনালী সিনেমা (টেকেরহাট, মাদারীপুর)
- মাধবী সিনেপ্লেক্স (মধুপুর, টাঙ্গাইল)

এই সিনেমা নিয়ে দর্শকরা আশাবাদী, বিশেষত নবাগত শিল্পীদের অভিনয়ের জন্য।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: