Advertisement

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৪ জানুয়ারি ২০২৫

প্রবীর মিত্রের অবস্থা সংকটাপন্ন

প্রবীর মিত্রের অবস্থা সংকটাপন্ন
ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন গুণী অভিনেতা প্রবীর মিত্র। ২২ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। তার অবস্থা অবনতির দিকে চলে যাওয়ায় তাকে আবার এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র গণমাধ্যমকে জানান, তার বাবা এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই নাট্যচর্চায় যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে 'তিতাস একটি নদীর নাম', 'চাবুক', 'রঙিন নবাব সিরাজউদ্দৌলা', 'জীবন তৃষ্ণা', 'জালিয়াত', 'ফকির মজনু শাহ' প্রভৃতি রয়েছে। 

তিনি দীর্ঘ ক্যারিয়ারে ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন গুণী এ অভিনেতা। তবে, শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয়। 

এখন তার পরিবার ও অনুরাগীরা প্রবীর মিত্রের সুস্থতার জন্য দোয়া কামনা করছেন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: