Advertisement

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ১০ জানুয়ারি ২০২৫

লন্ডন যাত্রা বাতিল

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক

বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (১০ জানুয়ারি) চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন এবং তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি লন্ডনগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্টসহ অন্যান্য নথি পরীক্ষা-নিরীক্ষার পর তার লন্ডনগামী ফ্লাইটটি বাতিল করা হয়। তবে এনএসআই কী কারণে আপত্তি তুলেছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের খবরে শোবিজ অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: