চল্লিশের পর সুগার মাম্মি হবেন সুবাহ
বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়ার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জেরে একসময় ব্যাপক চর্চায় ছিলেন তিনি। তবে বিতর্ক পাশ কাটিয়ে বর্তমানে অভিনয় ও গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন সুবাহ। সম্প্রতি মুক্তি পেয়েছে সুবাহর ‘আমি তোমায় দিলাম’ শিরোনামে মিউজিক ভিডিও।
দিন কয়েক আগে নতুম গানের বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবাহ। ক্যারিয়ারের পাশাপাশি আলোচনায় সুবাহর ব্যক্তিগত জীবন নিয়েও কথা হয়।
সম্প্রতি সে সংবাদ সম্মেলনের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুবাহ ইচ্ছা প্রকাশ করেন যে, তিনি একটা সময় ‘সুগার মাম্মি’ হতে চান! অভিনেত্রীর ভাষ্যমতে, 'চল্লিশ বছরের পর আমি সুগার মাম্মি হতে চাই।’
সেসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুবাহ আরও বলেন,‘আগে আমার বয়স চল্লিশ হোক, তারপর বুক দিতে বলবো।’ অভিনেত্রীর এমন মন্তব্য আলোচনার ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়। তবে বিষয়টি অনেকে যেমন মজা হিসেবে নিয়েছেন, আবার অনেকে করেছেন কড়া সমালোচনা প্রসঙ্গত, সুবাহর শোবিজে যাত্রা শুরু হয় ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে তবে সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়েই বরাবরই আলোচনার তুঙ্গে ছিলেন এ অভিনেত্রী।
সবার দেশ/কেএম