অভিনয় ছাড়লেন ইরানি অভিনেত্রী মান্দানা
মান্দানা করিমি ইরানি অভিনেত্রী ও মডেল। তিনি পরিচিতি পান হিন্দি সিনেমায় অভিনয় করে। ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘থর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি প্রসংশিত হন বলিউডে। ‘বিগ বস ৯’-এ অংশ নিয়েছিলেন তিনি। তবে এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় এলেন তিনি।
সম্প্রতি ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনই পছন্দ করিনি, এ শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত বা পাগল ছিলাম।’
অভিনয় ছেড়ে তিনি মন দিয়েছেন ইন্টেরিয়ার ডিজাইনিং এবং শিক্ষকতা পেশায়। তার কথায়, এবার আমি অভিনয়ের পাট চুকিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং ও শিক্ষকতায় মন দিতে চাই। আমার এক বন্ধু একটি ইম্পিরিয়াল ডিজাইনিং সংস্থার মালিক। আমি তার প্রতিষ্ঠানটি ঘুরে দেখলাম, আমি এটাকে উপভোগ করতে শুরু করলাম। আমি এখন থেকে এ সেক্টরে মনযোগী হতে চাই। অভিনয় আর আমাকে তেমনভাবে টানে না।
ইন্টেরিয়র ডিজাইনে এক বছরের কোর্স শেষ করার পর করিমি মডেলিং ও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। অভিনয় ভুলে আপাতত ৯টা-৫টার কাজ বেছে নিয়েছেন মান্দানা। বর্তমানে তার জীবনযাপন নিয়ে তিনি খুব খুশি এবং আনন্দিত আছেন বলে জানিয়েছেন।
এর আগে কঙ্গনা রনৌতের শো লক আপের মঞ্চে মান্দনা জানিয়েছিলেন, স্বামী গৌরব গুপ্তার সঙ্গে বিচ্ছেদের পর খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই এক বলিউড পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান। সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মান্দনা। নায়িকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেঁকে বসে পরিচালক প্রেমিক। তবে সে পরিচালকের নাম মুখে আনেননি মান্দানা।
তিনি বলেন, ওই পরিচালক আমাকে বলেন, ফের বাবা হওয়ার জন্য আমি তৈরি নই। তুমি ৩৩ বছর বয়সে এত জলদি গর্ভবতী হয়ে যাবে বুঝতে পারিনি। তখন নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমার নিজের বাড়ি বলেও কিছু ছিলো না। তখন গৌরবের সঙ্গে আইনি বিচ্ছেদও হয়নি। প্রেমিক সন্তানকে মেনে নিতে রাজি ছিল না আমার আর কোনও উপায় ছিল না।
সবার দেশ/কেএম