Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৪, ২৭ এপ্রিল ২০২৫

রেললাইনের ওপর সেলফি তুলতে স্বামী-স্ত্রীর মৃত্যু

রেললাইনের ওপর সেলফি তুলতে স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব কোটবাড়ি রেলগেট এলাকায় রেললাইনের ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি আক্তার (২০) নামে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আহমেদ শুভ জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে মাসুম ও ইতি রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। এ সময় ঢাকাগামী ও টঙ্গীগামী দুটি ট্রেন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করে। টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ইতি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাসুমকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলওয়ে থানার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ইতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাসুমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং তাদের আগমনের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। 

তিনি আরও জানান, মাসুম ও ইতি সম্প্রতি প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। মাসুমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় এবং ইতির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তারা ঢাকার দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনা রেললাইনে সেলফি তোলার ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করছে। কর্তৃপক্ষ জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

সবার দেশ/কেএম