Header Advertisement

Sobar Desh | সবার দেশ সোলায়মান, নাগরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০২, ১৫ এপ্রিল ২০২৫

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ 

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ 
ছবি: সবার দেশ

টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকালে উপজেলা অডিটোরিয়ামে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ- ১/২০২৪-২০২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান।  সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান।

২০২৪-২০২৫ অর্থ বছরে নাগরপুর উপজেলায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবার ১ বিঘা জমির জন্য আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি এমওপি সার ১০ করে বিতরণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া এবং  প্রান্তিক কৃষক।

সবার দেশ/এমকেজে