Advertisement

সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৩১ ডিসেম্বর ২০২৪

দূষণ থেকে বাঁচতে মাস্ক পরে বের হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বায়ু দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

বায়ু দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
ছবি: সংগৃহীত

আজ ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন। এ দিনে ঢাকার বায়ুদূষণের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। শহরটি বিশ্বের বায়ুদূষিত শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এআইকিউএ) স্কোর ২১০ হওয়ায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার স্কোর ২৩৭, এবং তৃতীয় স্থানে ভারতের দিল্লি (২০৪ স্কোর)।

এআইকিউএয়ার সূচকের তথ্য অনুযায়ী, ঢাকা শহরের বিভিন্ন স্থান বিশেষভাবে দূষিত, যেমন মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৬১), বেচারাম দেউড়ি (৩৬২), এবং মার্কিন দূতাবাস এলাকা (২৪৬) সহ আরও কিছু এলাকা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মাসজুড়েই ঢাকার বায়ু অবস্থা অস্বাস্থ্যকর ছিল।

এআইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। আজ ঢাকায় বায়ুর প্রধান দূষক হলো অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫), যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৬ গুণ বেশি।

এ দূষণ থেকে বাঁচতে, আইকিউএয়ার পরামর্শ দিয়েছে যে, বাইরে বের হলে মাস্ক পরা উচিত, এবং খোলা স্থানে ব্যায়াম পরিহার করতে হবে। এছাড়া, ঘরের জানালা বন্ধ রাখা এবং পরিষ্কার বাতাসের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি।

সবার দেশ/এওয়াই