Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:০৯, ২ জানুয়ারি ২০২৫

শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ছবি: সংগৃহীত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়  ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ৬টায় আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা রেকর্ড করার পর আবহাওয়া অফিস জানায়, দিনে ঘন কুয়াশা থাকবে এবং শীতের তীব্রতা বজায় থাকবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল থেকেই কুয়াশার প্রভাব পড়েছে। যার ফলে তাপমাত্রা কমে গেছে এবং তীব্র শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশা থাকবে, যা দিনের তাপমাত্রা কমিয়ে দেবে এবং শীতের অনুভূতি বাড়াবে। তবে আপাতত শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে তিনি জানান।

সবার দেশ/এ্রওয়াই