Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ১৯ জানুয়ারি ২০২৫

অতিথি পাখি রক্ষায় সচেতনতা দরকার 

অতিথি পাখি রক্ষায় সচেতনতা দরকার 
ছবি: সংগৃহীত

শীতকাল এলেই বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে যোগ হয় এক অন্যরকম রঙ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হিমালয় ও সাইবেরিয়ার মতো শীতল অঞ্চল পেরিয়ে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি ভিড় জমায় বাংলাদেশের জলাশয়, বিল, হাওরসহ বিভিন্ন স্থানে।

অতিথি পাখিদের কলকাকলিতে ভরে ওঠে চারপাশ। বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং প্রচুর জলাভূমি এদের জন্য হয়ে ওঠে অভয়াশ্রম।

তবে অতিথি পাখিদের জন্য এ দেশ আশ্রয়স্থল হলেও কিছু অসচেতন মানুষের অমানবিক আচরণ তাদের জন্য মৃত্যুকূপে পরিণত করছে। টাকার লোভে ফাঁদ পেতে পাখি ধরার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এ পাখিদের শিকার করে বাজারে বিক্রি করা হচ্ছে। অনেকেই শখের বশে এ পাখিদের হত্যা করে খাবার হিসেবে গ্রহণ করছেন।

এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অতিথিপরায়ণতার ঐতিহ্য।

বন্যপ্রাণী সংরক্ষণ নীতি থাকলেও এর যথাযথ প্রয়োগের অভাবে অনেকেই আইনকে তোয়াক্কা করছেন না। ফলে প্রতিনিয়ত মানুষের হাতে মারা পড়ছে অসংখ্য অতিথি পাখি। অথচ, এ পাখিরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের দেশে আসে।

অতিথি পাখিদের সংরক্ষণ না করলে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়তে পারে।

পাখি সংরক্ষণের জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগ। অতিথি পাখিদের শিকার বন্ধ করা এবং তাদের প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। 

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়: