Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে বাংলাদেশি কলেজছাত্র নিহত

যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে বাংলাদেশি কলেজছাত্র নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গাড়ি উল্টে এক বাংলাদেশি কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে দেশটির ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম প্রতিক সিং। তিনি সালেম স্টেট কলেজে পড়াশোনা করতেন।

নিহত শিক্ষার্থীর বাবা দীপক সিং বলেন, কলেজ ড্রপ আউটের পর প্রতিক চাকরি করছিল। তাদের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা থানায়। 

ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। এতে মারা যান তিনি।

বেভারলি দমকল বাহিনীর কর্মীরা জানায়, গাড়ি থেকে ব্যক্তিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।

সবার দেশ/কেএম