প্রবাসীদের ভোটাধিকারসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ৯ দফা দাবি

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং নতুন শ্রম বাজার তৈরির লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো উত্থাপন করেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার মিজানুর রহমান।
সোমবার (১৭ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্যের বাংলাদেশি সংগঠন ‘এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টার’।
সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, আমরা যারা প্রবাসী বাংলাদেশি (NRB), আমরা দেশের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড, ইউরো, দিরহাম রেমিট্যান্স পাঠিয়েছি। কিন্তু বিনিময়ে আমরা কিছুই পাইনি— আমাদের ভোটাধিকার নেই, মৌলিক অধিকার নেই।
এসময় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় নয় দফা দাবি তুলে ধরেন তিনি। দাবি গুলো হলো-
১. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা— যাতে তারা বিদেশ থেকেই ভোট দিতে পারেন।
২. দ্বৈত নাগরিকত্বধারীদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দিতে হবে।
৩. বিদেশে জন্ম নেয়া প্রবাসীদের সন্তানদের পৈত্রিক সম্পত্তির অধিকার নিশ্চিত করা এবং হয়রানি বন্ধ করা।
৪. প্রবাসীদের যেনো অবজ্ঞা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা না হয় এবং এয়ারপোর্টসহ বিভিন্ন স্থানে তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা।
৫. প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, যাতে তারা কোর্ট-কাচারির হয়রানি থেকে রেহাই পান।
৬. বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের সম্মানজনক সেবা নিশ্চিত করা, যাতে তারা হয়রানির শিকার না হন।
৭. এয়ারপোর্টে প্রবাসীদের জন্য আলাদা VVIP কাউন্টার স্থাপন করা, যাতে দেশে আসার সময় তারা ঝামেলামুক্ত অভিজ্ঞতা পান।
৮. প্রবাসীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যাতে তারা দেশে ফিরে সুচিকিৎসা পান।
৯. প্রবাসীদের মধ্য থেকে একজনকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া, যাতে বিদেশে কর্মসংস্থানের বাস্তব চিত্র নীতিনির্ধারণে প্রতিফলিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রবাসীরা শুধু অর্থ পাঠিয়েই দায়িত্ব শেষ করেন না, তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই তাদের অধিকার ও সম্মান নিশ্চিত করা জরুরি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ ৯ দফা প্রস্তাব পাঠানো হবে। পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে আন্তর্জাতিক পর্যায়েও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মিজানুর রহমান।
সবার দেশ/কেএম