কাজাংয়ে ইমিগ্রেশনের বড় ধরনের সাঁড়াশি অভিযান
৯৮ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় আটক ২৮৮ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ মোট ২৮৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। অভিযানের স্থান ছিল সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টার।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৯০টি প্রাঙ্গণ ও ছয়টি ব্লকে অভিযান চালানো হয়।
অভিযানে মোট ১,০৩৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৭৮৫ জন ছিলেন বিদেশি, ২৫০ জন স্থানীয় বাসিন্দা যাদের বৈধ কাগজপত্র ছিলো না, তাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
আটকদের দেশের তালিকায় বাংলাদেশ সবার শীর্ষে। আটকদের মধ্যে ২৪২ জন পুরুষ এবং ৪৬ জন নারী যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। এদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন কর্মকর্তার জাফরি এমবক তাহা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ এলাকায় অভিযান প্রথম নয়। বরং অবৈধ অভিবাসীদের ধরতে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাবো।
বাংলাদেশিদের এমন সংখ্যায় আটক হওয়া একদিকে উদ্বেগের, অন্যদিকে বিদেশে শ্রমবাজারে দেশের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকার ও দূতাবাসের এখন জরুরি দায়িত্ব—আটকদের সহায়তায় দ্রুত উদ্যোগ নেয়া।
সবার দেশ/এমকেজে