Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ১৬ এপ্রিল ২০২৫

সুদের হার নির্ধারণ হবে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে

প্রবাসীরা সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন

প্রবাসীরা সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বড় ধরনের নীতিগত শিথিলতা দিয়েছে। এখন থেকে অনুমোদিত মুদ্রার পাশাপাশি ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন অনাবাসী বাংলাদেশিরা। 

একই সঙ্গে সুদের হার নির্ধারণে নির্ধারিত হার তুলে নেয়া হয়েছে—ফলে সুদ এখন নির্ধারিত হবে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।

বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করে। এতে বলা হয়, প্রবাসীরা এখন থেকে প্রাইভেট ফরেন কারেন্সি (PFC) হিসাব এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (NFCD) হিসাব খুলতে পারবেন যে কোনো ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এতদিন প্রবাসীরা শুধুমাত্র ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েনে হিসাব খুলতে পারতেন। এখন সে সীমাবদ্ধতা উঠে গেল। এর ফলে মালয়েশিয়ান রিংগিত, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার কিংবা ইউএই দিরহামেও সঞ্চয় রাখা যাবে।

এর আগে এসব হিসাবের বিপরীতে নির্দিষ্ট হারে সুদ দেয়া হতো, যা তুলনামূলক কম ছিলো এবং সময়বিশেষে অনুৎসাহজনকও হয়ে উঠতো। এখন থেকে ব্যাংকগুলো বাজার পরিস্থিতি ও মুদ্রার চাহিদা অনুযায়ী গ্রাহককে আকর্ষণীয় সুদ দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাজারভিত্তিক সুদহার চালু হওয়ায় প্রতিযোগিতা তৈরি হবে। এতে প্রবাসীদের সঞ্চয়ের পরিমাণ বাড়বে বলে আমরা আশা করছি।

ব্যাংক খাত-সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে বিদেশে কর্মরত বাংলাদেশিরা তাদের আয়ের একটি বড় অংশ বৈধ পথে দেশে আনতে আগ্রহী হবেন।

ব্র্যাক ব্যাংকের এক নির্বাহী বলেন, যারা সৌদি রিয়াল বা মালয়েশিয়ান রিংগিতে আয় করেন, তারা এখন সে মুদ্রাতেই সহজে সঞ্চয় করতে পারবেন। এতে তাদের মধ্যে আস্থার জন্ম হবে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে গতি আনতেই বাংলাদেশ ব্যাংক এ নীতিগত পদক্ষেপ নিয়েছে। কারণ চলতি অর্থবছরের প্রথমার্ধে রেমিট্যান্সে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে। তা বাজারমুখী উদ্যোগ ও প্রণোদনার মাধ্যমে আবারও বৈদেশিক মুদ্রা প্রবাহে গতি আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

সবার দেশ/এমকেজে