Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ৩ জানুয়ারি ২০২৫

নতুন বছরের প্রথম দিন 

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হতেই অবৈধ অভিবাসী ধরতে অভিযান শুরু হয়েছে। নতুন বছরের প্রথমদিনেই (১ জানুয়ারি) দেশটির জোহর এবং সেলাঙ্গর রাজ্যে শতাধিক বাংলাদেশিসহ ১৮৫ বিদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। 

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় চলমান প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ ছিল, যা সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সুযোগ প্রদান করছিল। এর পরেই অভিযান শুরু হয়। 

অভিবাসন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ১ জানুয়ারি ভোরে জোহর রাজ্যের মাসাই এলাকায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১০৫ জন বিদেশি আটক করা হয়, যাদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি ছিলেন। এ ছাড়া সেখানে ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও অন্যান্য দেশের নাগরিকও আটক হয়েছেন, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। 

সে দিন সন্ধ্যায় সেলাঙ্গর রাজ্যের সেরি কেম্বাঙ্গান এলাকায় আরও একটি অভিযান চালানো হয়, যেখানে ১৮০ জন বিদেশি আটক করা হয়। তাদের মধ্যে ৮০ জনের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। 

এ ছাড়া, আটককৃতদের মধ্যে মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইয়েমেন, ভারত, ইন্দোনেশিয়া, এবং নাইজেরিয়ার নাগরিকও রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে এবং কোন কর্মী বা মালিক যদি অবৈধ অভিবাসীকে কাজে নিয়োগ বা আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/এওয়াই