সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ
রোমানিয়ায় বাংলাদেশি কমিউনিটি গঠিত
প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ কমিউনিটি ইন রোমানিয়া’ গঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি এ সংগঠনের যাত্রা শুরু হয়।
নবগঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফেরদৌস আহমেদ। প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন রোমানিয়ায় নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত। পাশাপাশি মো. সাইফুল ইসলামকেও কমিটির উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ কমিটি রোমানিয়া প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় সমাজের সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যেই এ কমিউনিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা বলেন, বাংলাদেশি কমিউনিটি ইন রোমানিয়া প্রবাসীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ সংগঠন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সবার দেশ/এমকেজে