Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫, ২৯ এপ্রিল ২০২৫

দয়াগঞ্জে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

দয়াগঞ্জে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ হুমায়ুন (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

গত সোমবার (২৮ এপ্রিল) সকালে সংবাদ পেয়ে পুলিশ দয়াগঞ্জের হাজী চান মিয়া রোডের ৭১/সি নম্বর ভবনে পৌঁছে। সেখানে ভবনের নিচতলার গেটের ভেতরে গলায় ফাঁস দেয়া অবস্থায় হুমায়ুনের লাশ দেখতে পায় তারা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, হুমায়ুন ওই ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা লাশ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা, না কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে—তা এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সবার দেশ/কেএম