ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সনিটি অনির্দিষ্টকাল বন্ধ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।
ঘোষণায় বলা হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং ডিনসহ মোট ১১ জন কর্মকর্তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয় পরিচালনায় মারাত্মক জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে সোমবার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পদত্যাগ করা কর্মকর্তাদের স্থলাভিষিক্ত করে নতুন নিয়োগ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে না।
এর আগে শিক্ষার্থীরা এক ব্রিফিংয়ে জানান, তারা উপাচার্য এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রধান ছাড়া অন্য পদত্যাগী শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ শিক্ষকদের পদত্যাগ চাওয়া হয়নি এবং তারা শিক্ষকদের ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, সম্প্রতি অভ্যন্তরীণ নীতিমালা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এর জেরে একযোগে ১১ জন সিনিয়র শিক্ষক পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চললেও তা এখনও আলোর মুখ দেখেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে ইউআইইউ প্রশাসন।
সবার দেশ/কেএম