ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ২:৪৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্র ছিলো দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে, ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। দেশটির ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানিয়েছে, এটি নিউজিল্যান্ডের সাব-অ্যান্টার্কটিক স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে।
সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছেন হনোলুলু-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তবে নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় এলাকায় শক্তিশালী ও অস্বাভাবিক স্রোতের বিষয়ে সতর্ক করেছে।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে মানুষজন নিরাপদ স্থানে ছুটে যান। রিভারটনের লা রিভেরা গেস্টহাউসের মালিক রোজ আইভরি বলেন, আমার গাড়িটি দুলছিলো এবং ধীরে ধীরে সরে যাচ্ছিলো, যা দেখে আমি ভয় পেয়ে যাই।
নিউজিল্যান্ড ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় প্রায়ই সেখানে কম্পন অনুভূত হয়। তবে এবারের ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সবার দেশ/এমকেজে