Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:২৩, ৫ এপ্রিল ২০২৫

টিকটককে আরও ৭৫ দিনের সময় দিলেন ট্রাম্প

টিকটককে আরও ৭৫ দিনের সময় দিলেন ট্রাম্প
আমেরিকায় টিকটক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি অ্যাপটিকে আরও ৭৫ দিনের সময় দিয়েছেন চুক্তি সম্পন্ন করার জন্য। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত এক পোস্টে জানান, তার প্রশাসন টিকটক বন্ধ করার পরিবর্তে এর ভবিষ্যত টিকিয়ে রাখতে কাজ করছে। যদিও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা থেকেই শুরু হয়েছিল এ আলোচনা।

তিনি বলেন, আমরা চাই না টিকটক হঠাৎ অন্ধকারে হারিয়ে যাক। আমরা চীনের সঙ্গে ভালোভাবে কাজ করতে আগ্রহী। এখনো কিছু অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

টিকটকের বিষয়ে আলোচনার পাশাপাশি ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে চলমান শুল্কনীতি সম্পর্কেও আলোচনায় বসেছে। বর্তমানে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ৫৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। আলোচনার ফলাফল ইতিবাচক হলে শুল্ক কমানোর ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

যদিও ট্রাম্প তার বর্তমান প্রচারণা পর্বে টিকটকের প্রতি তুলনামূলকভাবে নমনীয় মনোভাব প্রদর্শন করছেন, তার প্রথম মেয়াদে অ্যাপটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তখন তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে টিকটককে চিহ্নিত করেন এবং অ্যাপটির উপর নিষেধাজ্ঞা জারির কথা জানান।

তবে এখন তার বক্তব্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক পুনঃগঠন এবং বাণিজ্য ভারসাম্য রক্ষা-এর কৌশল হিসেবে বিশ্লেষিত হচ্ছে।

সবার দেশ/কেএম