Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ৯ এপ্রিল ২০২৫

পাল্টে যাবে তথ্যপ্রযুক্তির দিগন্ত 

স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার আজ থেকে 

স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার আজ থেকে 
ফাইল ছবি

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা ব্যবহার শুরু হচ্ছে। এ সম্মেলনে উপস্থিত সব অংশগ্রহণকারী এ সেবা ব্যবহার করতে পারবেন। এছাড়া, সম্মেলনের কার্যক্রম স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। 

স্টারলিংক, যিনি এলন মাস্কের স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান, উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট-সেবার জন্য পরিচিত। তবে এর খরচ অন্যান্য ঐতিহ্যবাহী ইন্টারনেট-সেবার তুলনায় বেশি। দেশভেদে স্টারলিংকের সেবার মূল্য ভিন্ন হয়। দক্ষিণ এশিয়ায় এ বছর ভুটানে প্রথমবারের মতো এ সেবা চালু হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতেও স্টারলিংকের কার্যক্রম এগিয়ে চলেছে, যেখানে ইতিমধ্যে দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি সম্পন্ন হয়েছে। 

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে স্টারলিংকের আগমন দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট-সেবার প্রাপ্যতা নিশ্চিত করবে। এর ফলে গ্রাম ও শহরের মধ্যে ইন্টারনেট সেবার বৈষম্য অনেকাংশে কমে আসবে। গ্রামাঞ্চলের তরুণরা উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক কাজে অংশ নিতে পারবেন। এছাড়া, দুর্যোগের পর দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে গত ২৯ মার্চ স্টারলিংককে বিনিয়োগের নিবন্ধন দেয়া হয়েছে। তবে, পূর্ণাঙ্গ ইন্টারনেট-সেবা প্রদানের জন্য তাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নিতে হবে, যা ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ হারুন এ বিষয়ে বলেন, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ তাদের অনুমোদন দেওয়া হয়। 

আজ থেকে শুরু হওয়া এ পরীক্ষামূলক ব্যবহার স্টারলিংকের বাণিজ্যিক সেবা চালুর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম