Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ২১ এপ্রিল ২০২৫

দেশে দাম কমছে ইন্টারনেটের

দেশে দাম কমছে ইন্টারনেটের
ফাইল ছবি

দেশজুড়ে ইন্টারনেটের দাম তিন স্তরে কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

সোমবার (২১ এপ্রিল) ফেসবুকে তিনি জানান, ফাইবার অ্যাট হোম আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে ইন্টারনেটের দাম যথাক্রমে ১০%, ১০% এবং ১৫% কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

আইএসপিএবি ঘোষণা দিয়েছে, ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা এখন ৫০০ টাকায় পাওয়া যাবে। বিএসসিসিএল আন্তর্জাতিক গেটওয়ে সেবায় ১০% ছাড় দিয়েছে, এবং টেলিটক ঈদুল ফিতর থেকে মোবাইল ইন্টারনেটে ১০% ছাড় দিচ্ছে।

ফয়েজ আহমদ বেসরকারি মোবাইল অপারেটরদের দাম কমানোর আহ্বান জানিয়ে বলেন, সরকার ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবারের মতো সুবিধা দিয়েছে এবং পাইকারি ইন্টারনেটের দাম কমিয়েছে। তাই দাম না কমানোর কোনো যুক্তি নেই। তিনি আশা প্রকাশ করেন, দাম কমলে মূল্যস্ফীতির চাপে থাকা জনগণের ওপর আর্থিক বোঝা কমবে।

সরকার মোবাইল কোম্পানিগুলোর কাছে পূর্বের শুল্ক বৃদ্ধির অতিরিক্ত দাম তুলে নেয়া এবং পাইকারি দাম কমানোর অনুপাতে গ্রাহক পর্যায়ে মূল্য হ্রাসের দাবি জানিয়েছে। ফয়েজ আহমদ বলেন, ইন্টারনেটের গুণগত মান নিয়ে অভিযোগ থাকলেও দাম বেশি। সরকারের লক্ষ্য গ্রাহকস্বার্থে যৌক্তিক মূল্যনীতি বাস্তবায়ন।

সবার দেশ/কেএম