Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ২৫ মার্চ ২০২৫

শমসের মুবিন চৌধুরী জামিনে মুক্ত

শমসের মুবিন চৌধুরী জামিনে মুক্ত
ফাইল ছবি

দুইটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেয়েছেন তথাকথিত তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।

সোমবার (২৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একেএম মাসুম। তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে শমসের মুবিন চৌধুরী কারাগার থেকে মুক্তি পান।

কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন দেয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর গ্রেফতার হন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী।

গ্রেফতারের পরদিন তাকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং কারাগারে পাঠানো হয়।

এরপর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।

জামিনে মুক্তি পাওয়ার পর শমসের মুবিন চৌধুরী কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন। তবে তার ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড কী হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: