Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫০, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৫১, ২৫ জানুয়ারি ২০২৫

গৌতম আদানির বিরুদ্ধে ঘুসের অভিযোগ

আদানি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা

আদানি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা
ফাইল ছবি

দুর্নীতির অভিযোগ ওঠার পর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২৪ জানুয়ারি) কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

জানা গেছে, গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে ঘুসের অভিযোগ ওঠে। এর পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে।

শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিলো।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এ মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিসানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সরকার কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

সবার দেশ/এমকেজে