ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প
ইসরায়েলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি এতোদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সে বাধা উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জানুয়ারি) ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি। আমরা সেগুলোকে আজই ছেড়েছি। তারা সেগুলো পেয়ে যাবে। তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে।
ট্রাম্পকে প্রশ্ন করা হয় শক্তিশালী এ বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন? এর জবাবে ট্রাম্প, কারণ তারা সেগুলো কিনেছে।
এর আগে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অনেক জিনিসের ক্রয়াদেশ দিয়ে ইসরায়েল সেগুলোর মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি, এখন সেগুলো তাদের পথে আছে!
গত ১৫ মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক যুদ্ধ চলে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের একদিন আগে ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধ চলাকালে বাইডেন এ সরবরাহ আটকে রেখেছিলেন। বাইডেন এসব বোমার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
সবার দেশ/কেএম