Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ২৯ জানুয়ারি ২০২৫

মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত

মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত
ছবি: ইন্টারনেট

প্রশিক্ষণ চলাকালীন আলাস্কার এইলসন এয়ারবেসে ভেঙে পড়েছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫। দুর্ঘটনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে  বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে বিমানটি। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে। 

যুদ্ধবিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি। 

দুর্ঘটনা প্রসঙ্গে মার্কিন এয়ারফোর্সের ৩৫৪ বি ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল বলেছেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশকিছু যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন চালক। তবে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুর্ঘটনা ঘটে। বিমানটি একক  আসন বিশিষ্ট। যদিও দুর্ঘটনার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন চালক।

উল্লেখ্য, এফ-৩৫ হল আমেরিকার পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক লড়াকু বিমান। ২০০৬ সালে বিমানটি বানানো শুরু করে মার্কিন সরকার। এরপর ২০১৫ মার্কিন বায়ুসেনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে এ সিরিজের যুদ্ধবিমান। এফ-৩৫ একটি স্টিলথ ফাইটার জেট এবং বর্তমানে বিশ্বের মাত্র তিনটি দেশে স্টিলথ ফাইটার জেট রয়েছে, আমেরিকা ছাড়াও চীন  ও রাশিয়া।  আমেরিকা দাবি করে যে এফ-৩৫ এর দাম বিশ্বে সবচেয়ে বেশি এবং এর অপারেশনেও অনেক খরচ হয়। 

এ ফাইটার জেটের রক্ষণাবেক্ষণেও অনেক খরচ হয় । অ্যারো টাইমের রিপোর্ট অনুযায়ী, এ ফাইটার জেটের দাম প্রতি ইউনিট প্রায় ৬৮৪ কোটি টাকা। আমেরিকান প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন এ ফাইটার জেট তৈরি করেছে এবং এটি প্রায় ১.৬ ম্যাক গতিতে উড়তে পারে। এটিতে স্টিলথ প্রযুক্তি রয়েছে, যার অর্থ এটি রাডার দ্বারা ট্র্যাক করা যায় না এবং এটি একটি দূরপাল্লার যুদ্ধবিমান। এছাড়া এর আরেকটি বিশেষ বিষয় হলো এর শরীরে মিসাইল লাগানো যাবে। সঙ্গে  উন্নত সেন্সর রয়েছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: