Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

মানুষ সারারাত বাইরে ঘুমাতে বাধ্য হয়েছে

গ্রিসে রাতভর ভূমিকম্প

অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষের নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন। অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন। প্রায় ১৫ হাজার ৫০০ জনসংখ্যার দ্বীপের স্কুলগুলো একদিন বন্ধ রাখা হয়েছে।

গ্রিসে রাতভর ভূমিকম্প
ছবি: সংগৃহীত

গ্রিসের অন্যতম পর্যটন নগরী সান্টোরিনি দ্বীপে রাতভর নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে মানুষ সারারাত বাইরে ঘুমাতে বাধ্য হয়েছে। অনেকে বিমান বা ফেরিতে করে দূরে চলে গেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।

রোববার বিকেলে সমুদ্রে বা আশেপাশের দ্বীপগুলোতে ২০০টিরও বেশি স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ৪ দশমিক ৬ মাত্রার।

ন্যাশনাল অবজারভেটরির জিওডাইনামিক্স ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার স্থানীয় সকাল ৭টা ১০ মিনিটের দিকে সান্তোরিনির কাছে ছোট দ্বীপ আনাফির উত্তর-পশ্চিমে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যম জানিয়েছে, অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষের নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন। অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন। প্রায় ১৫ হাজার ৫০০ জনসংখ্যার দ্বীপের স্কুলগুলো একদিন বন্ধ রাখা হয়েছে।

গ্রিক কর্তৃপক্ষ জনগণকে আবদ্ধ স্থানে বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট বন্দর, পরিত্যক্ত ভবন ও খালি সুইমিং পুল থেকে দূরে থাকতে বলেছে।

সবার দেশ/কেএম