Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মস্কোর বিভ্রান্তিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট: জেলেনস্কি

জেলেনস্কি ডিকটেটর: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন, জেলেনস্কি যে বিষয়টি ভালো পেরেছেন সেটি হচ্ছে জো বাইডেনকে বেহালার মতো বাজানো। জেলেনস্কিকে ডিকটেটর বলায় জার্মানির চ্যান্সেলরসহ অন্যান্য ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা। বলেছেন, জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক।

জেলেনস্কি ডিকটেটর: ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে নানা আক্রমণাত্মক কথা বলেই একটি দিন কাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেলেনস্কিকে ‘ডিকটেটর’ (একনায়ক) বলে অভিহিত করেছেন। এতে বোঝা যাচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির বিপরীত পথে হেঁটে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার বিরোধের বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছেন। 

অনলাইন বিবিসির বরাতে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনকে বাদ দিয়ে মস্কোর সঙ্গে বৈঠক করেছে ওয়াশিংটন। এতে ক্ষোভ জানিয়েছে কিয়েভের প্রেসিডেন্ট। তার পর থেকেই তাকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করতে শুরু করেছেন ট্রাম্প। জেলেনস্কি তার প্রতিক্রিয়ায় বলেছেন, মস্কো দ্বারা পরিচালিত ‘বিভ্রান্তিকর অবস্থানে রয়েছেন’ মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্পও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। পাম বিচে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে জেলেনস্কিকে লক্ষ্যবস্তু করেছেন তিনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের ব্রিফ করার সময় ট্রাম্প বলেন, জেলেনস্কি একমাত্র যে বিষয়টি ভালো পেরেছেন সেটি হচ্ছে জো বাইডেনকে বেহালার মতো বাজানো।

তবে জেলেনস্কিকে ডিকটেটর বলায় সমালোচনায় মুখর হয়েছেন ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা। জার্মানির চ্যান্সেলরসহ অন্যান্য নেতারা বলেছেন, জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক। এদিকে জেলেনস্কিকে পূর্ণমাত্রার সমর্থন দেয়ার কথা জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তাকে পূর্ণাঙ্গ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার।

সবার দেশ/কেএম