মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় নিহত ২১
আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২১ জনের মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির শীর্ষ আদালত নির্বাচনে ক্ষমতাসীন পার্টি ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করার পর থেকেই অস্থিরতা শুরু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা। এ নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ বিতর্ক চলছে।
এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা বলেন, নিহতদের মধ্যে দু'জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আফ্রিকার দেশটিতে গত সোমবার (২৩ ডিসেম্বর) থেকে মোট ২৩৬ দফা গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরো একটি মেয়াদ পেলো। নির্বাচন কমিশনের এ ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী প্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।
প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেন সরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন। দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি। সাংবিধানিক পরিষদ নির্বাচনের ফলাফল পুনর্গণনা করতে ব্যর্থ হলে ১৫ জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন বলে হুঁশিয়ার দিয়েছেন মন্ডলেন।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন, ব্যাঙ্ক এবং অন্যান্য স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেয়া হয়েছে এবং রাস্তা-ঘাট অবরোধ করা হয়েছে।
সবার দেশ/এফএস