Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ১৪

নাইজেরিয়ায় বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ১৪
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি বাস ও পেট্রোল ট্যাংকারের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) আরব নিউজ জানিয়েছে, শনিবারের এ দুর্ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন।

নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের প্রধান কুমার সুকওয়ান জানান, রাজধানী মিন্না থেকে ৮০ কিলোমিটার দূরে কুসোবোগি গ্রামের বাইরে আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টার সময় যাত্রীবাহী বাসটি পেট্রোল ট্যাংকারে ধাক্কা দেয়।

সুকওয়ান বলেন, এ সময় মুখোমুখি সংঘর্ষ হলে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার জন্য বাস চালকের দ্রুত গতি এবং ভুলভাবে ওভারটেকিংকে দায়ী করেছে।

বাসটি নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোস থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার দিকে যাচ্ছিল। গতি এবং ট্র্যাফিক আইন উপেক্ষা করার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি বিষয়।

গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় কানো শহরে পণ্য ও যাত্রীবাহী একটি ট্রাক উল্টে ২৩ জন নিহত হয়। ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নাইজেরিয়ায় ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন মারা গেছে।

সবার দেশ/এমকেজে