Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

শপিং মলের ছাদ ভেঙে পেরুতে নিহত ৬

শপিং মলের ছাদ ভেঙে পেরুতে নিহত ৬
ছবি: সংগৃহীত

ব্যস্ত সময়ে পেরু লা লিবারটেড এলাকার ট্রুজিলো শহরের রিয়াল প্লাজা শপিং মলে ভিড় ছিলো। সে সময়ই ছাদ ভেঙে যাওয়ায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭৮ জন। এর মধ্যে ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। 

পেরুর শপিং মল ভেঙে পড়ার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। 

সেখানে দেখা যাচ্ছে, শপিং মলের ভিতরে প্রচুর মানুষ ঘুরছেন। হঠাৎ করেই সেখানে ছাদ ভেঙে পড়ে। ধুলোয় ভরে গেলো চারিদিক। সে সঙ্গে ভেসে এলো করুণ আর্তনাদ। শপিং মলের ছাদ ভেঙে পড়ার পর ড্রোন ক্যামেরায় তোলা শপিং মলের ছাদের একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এ দুর্ঘটনার খবর পেয়েই দমকল এবং উদ্ধারকারী দল এসে শপিং মলের ভগ্নস্তূপের মধ্যে থেকে মৃতদের দেহ ও আহতদের উদ্ধার করে।

তবে ঘটনার পর উদ্ধারকারী দল আসতে দেরি করেছে বলেও অভিযোগ উঠেছে। এর পাশাপাশি পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় উদ্ধারকাজ চালাতেও দেরি হওয়ার অভিযোগ প্রকাশ্য এসেছে। যদিও ঘটনার পর সতর্কতা হিসাবে সে দেশের অনেক শপিং মল বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন শপিং মলে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এ দুর্ঘটনা নিয়ে পেরুর ডিফেন্স মিনিস্টার ওয়াল্টার আসতুডিলো এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, শপিং মলের ছাদ ভেঙে যাওয়ায় ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একজন মারা গিয়েছেন হাসপাতালে। 

এ ঘটনায় ৭৮ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন সে দেশের মন্ত্রী। এর মধ্যে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলেও ৪৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে কয়েক জন শিশুর  অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সূত্র : ভয়েস অফ আমেরিকা

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়: