Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ১৬ মার্চ ২০২৫

কিউবায় কোটি মানুষ অন্ধকারে, জাতীয় গ্রিডে বিপর্যয়

কিউবায় কোটি মানুষ অন্ধকারে, জাতীয় গ্রিডে বিপর্যয়
প্রতীকি ছবি

কিউবায় জাতীয় বিদ্যুৎ গ্রিডে আবারও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে রাজধানী হাভানাসহ পুরো দেশ বিদ্যুৎ-বিভ্রাটের কবলে পড়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে, যা দেশজুড়ে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষকে সম্পূর্ণ অন্ধকারে ফেলে দেয়। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ নিয়ে গত পাঁচ মাসে চতুর্থবারের মতো জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা ঘটলো। দেশটির বিদ্যুৎ-ব্যবস্থা দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় রয়েছে, যা অর্থনৈতিক সংকটের কারণে আরও গভীর হয়েছে।

কিউবার জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে কিউবার পশ্চিমাঞ্চলের একটি সাবস্টেশনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এর ফলে জাতীয় গ্রিডে ব্যাপক সমস্যার সৃষ্টি হয় এবং পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এক্স (সাবেক টুইটার) মাধ্যমে দেয়া এক পোস্টে কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ জানান, সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে অক্লান্ত পরিশ্রম করছে। তবে অর্থনৈতিক দুরবস্থার কারণে এ সমস্যার সমাধান সহজ নয়।

বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কী পদক্ষেপ নেয়া হচ্ছে এবং কত সময় লাগতে পারে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দেশটির জনগণ দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংকটের সঙ্গে লড়াই করছে, যা কিউবার অর্থনৈতিক দুরবস্থা আরও প্রকট করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: