Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ১৭ মার্চ ২০২৫

মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন 

মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। এসব বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানান তিনি।

সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড এসব কথা বলেন।

সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্ন ছিল- বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার বিভিন্ন প্রতিবেদন আসছে। যুক্তরাষ্ট্র কি এসব বিষয়ে সচেতন? বাংলাদেশে শুধু রাজনৈতিক নয়, সামগ্রিক স্থিতিশীলতা প্রয়োজন—এ বিষয়ে কী ভাবছে যুক্তরাষ্ট্র?

জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, হ্যাঁ, অবশ্যই। দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু- হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও সহিংসতা মার্কিন প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনও এটি গুরুত্ব সহকারে দেখছে।

তিনি আরও জানান, নতুন (মার্কিন) মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তুলসী গ্যাবার্ড বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বলেন, ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বৈশ্বিক নেটওয়ার্ক রয়েছে। তাদের মূল লক্ষ্য খিলাফতের শাসন প্রতিষ্ঠা করা। এটি অন্য ধর্মের মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বব্যাপী এ মতাদর্শকে চিহ্নিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তার প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নীতিতে পরিবর্তন আসতে পারে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ওয়াশিংটন আরও কড়া অবস্থান নিতে পারে।

বাংলাদেশ সরকার এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও আলোচনা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম