Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ১৯ মার্চ ২০২৫

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ পুনরায় শুরুর পর নেতানিয়াহুর সরকারের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন লাপিদ। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারের কোনো ‘রেড লাইন’ নেই এবং নীতিগতভাবে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

লাপিদ তার পোস্টে লিখেছেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে— যথেষ্ট হয়েছে!

তিনি আরও বলেন, আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি— এটি আমাদের মুহূর্ত, আমাদের ভবিষ্যৎ।

সবার দেশ/কেএম