Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ২৭ ডিসেম্বর ২০২৪

মনমোহন সিংয়ের শেষ ভাষণে

মনমোহন সিংয়ের শেষ ভাষণে

৩ জানুয়ারী, ২০১৪। প্রধানমন্ত্রী হিসেবে শেষবার সাংবাদিকদের মুখোমুখি হন সদ্যপ্রয়াত মনমোহন সিং। ওই সাংবাদিক সম্মেলনে ড. মনমোহন সিং একটি মন্তব্য করেছিলেন যা গত এক দশকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এনডিটিভির সুনীল প্রভু ড. সিংকে তার মন্ত্রীদের লাগাম টানতে অক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে কাজ করতে অস্বীকার করার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। জবাবে মনমোহন সিং হাসিমুখে বলেছিলেন, আমি সততার সাথে বিশ্বাস করি, ইতিহাস আমার কাছে সমসাময়িক মিডিয়া বা সংসদে বিরোধী দলগুলোর চেয়েও দয়ালু হবে।

এর কারণ হিসেবে তিনি আরও বলেন, সরকারের মন্ত্রিপরিষদে যে সমস্ত বিষয় ঘটে তা আমি প্রকাশ করতে পারি না। তবে, আমি মনে করি, একটি জোট রাজনীতির পরিস্থিতি, বাধ্যবাধকতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি আমার জায়গা থেকে যতটা করতে পারি- তার সর্বোচ্চটা করেছি। 

সে সময়ে মনমোহন সিংয়ের সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় মারাত্মক দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়। এসব অভিযোগের কারণেই এরপর কংগ্রেস সরকার নির্বাচনে হেরে যায় এবং মোদির বিজেপি ক্ষমতায় আসে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এআইআইএমএস) চিকিৎসাধীন রাত ৯ টা ৫১মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং।

তার মৃত্যুতে ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি।

প্রধানমন্ত্রী হওয়ার আগে, মনমোহন সিং ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তার আগে অর্থমন্ত্রী হিসাবে পিভি নরসিমা রাও সরকারের অধীনে ভারতের অর্থনৈতিক সংস্কার তত্ত্বাবধান করেছিলেন তিনি।

সবার দেশ/এওয়াই