গাজার ক্যানসার হাসপাতাল গুঁড়িয়ে দিলো ইসরায়েল

দখলদার ইসরায়েলি বাহিনী গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল (তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল) এবং সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে।
শুক্রবার (২১ মার্চ) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি বাহিনীর দাবি, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন, তাই তারা সেখানে হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এটি গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ছিলো, যেখানে বহু রোগী চিকিৎসা নিচ্ছিলেন।
হাসপাতাল ও মেডিকেল স্কুল ধ্বংসের পাশাপাশি অনেক আবাসিক ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। কৃষিজমি ধ্বংস করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, যদি হামাস জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে এখনই গাজার একটি অংশ দখলে নেবো।
নেতানিয়াহুর বাহিনীর লাগাতার হামলায় গতকাল ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
মানবাধিকার সংগঠন ও বিভিন্ন রাষ্ট্র গাজার স্বাস্থ্য খাতকে লক্ষ্যবস্তু বানানোর নিন্দা জানিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে।
এ হামলার মাধ্যমে গাজার মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
সবার দেশ/কেএম