Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৫, ২৩ মার্চ ২০২৫

তেল আবিবে সতর্কতা ও বিমানবন্দর বন্ধ

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এ হামলার ফলে তেল আবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। রোববার (২৩ মার্চ) ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, এমনটাই দাবি করেছে ইসরায়েলি টিভি চ্যানেল ১২।

ইসরায়েলের টিভি চ্যানেল ১২ জানায়, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের আঘাতে নির্দিষ্ট কিছু স্থাপনায় ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী ‘প্যালেস্টাইন-২’ নামের একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরে হামলা চালিয়েছে। এছাড়া, মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি ট্রুম্যান’ এবং লোহিত সাগরে থাকা অন্যান্য শত্রু সামরিক নৌযানের ওপরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানায়, হামলার কারণে অধিকৃত আল-কুদসসহ ২০টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে ওঠে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মানুষকে আশ্রয় নিতে বলা হয়।

ইয়েমেনি বাহিনী জানায়, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করার জবাবে তারা সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। তারা ইসরায়েলকে গাজার অবরোধ প্রত্যাহারের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিল, তা উপেক্ষিত হওয়ায় এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইয়েমেনি সামরিক বাহিনী বলেছে, গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাবে।

ইসরায়েলে হামলার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ইয়েমেনি হামলা প্রতিহত করতে তারা ইসরায়েলকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সামরিক ব্যবস্থা নেয়ার কথা ভাবছে।

এদিকে, ইয়েমেনে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে, যা ইয়েমেনের মতে, ইসরায়েলকে সমর্থন করার মার্কিন প্রচেষ্টার অংশ।

এই হামলার ঘটনায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। সূত্র: ইরনা, মেহের নিউজ, চ্যানেল ১২ (ইসরায়েল)

সবার দেশ/কেএম