সুনামি সতর্কতা জারি
ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউ গিনি

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি শনিবার (৫ এপ্রিল) ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটে নিউ ব্রিটেন দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬.৯। একই স্থানে কিছু সময়ের ব্যবধানে ৫.৩ মাত্রার একটি আফটারশকও (পরবর্তী কম্পন) আঘাত হানে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিউ ব্রিটেন দ্বীপের উপকূলের ১০ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পের কেন্দ্রস্থল। এ গভীরতা তুলনামূলকভাবে কম হওয়ায় ভূমিকম্পের প্রভাবও বেশি ছিলো। কাঁপুনি বেশ কিছু সময় স্থায়ী হয় এবং আশপাশের দ্বীপগুলিতেও এর কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র তিন থেকে নয় ফুট উচ্চতার ঢেউয়ের সম্ভাবনার কথা জানিয়ে সুনামি সতর্কতা জারি করেছে। এ সতর্কতা মূলত পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপ ও আশপাশের অঞ্চলগুলোর জন্য দেয়া হয়েছে। সম্ভাব্য প্রভাব পড়তে পারে সলোমন দ্বীপপুঞ্জেও।
প্রথমিক রিপোর্টে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া না গেলেও, কর্তৃপক্ষ জানায়—দূরবর্তী ও জনবসতি কম এমন দ্বীপগুলোতে প্রভাবের আশঙ্কা তুলনামূলক কম হলেও ভূমিধস বা জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে।
উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প বলয়ে (Ring of Fire) অবস্থিত—a ভূ-তাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চল যেখানে টেকটোনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ কারণে প্রায়ই বড় ভূকম্পনের ঘটনা ঘটে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে সর্তক বার্তা পৌঁছে দিয়েছে। জনগণকে উঁচু এলাকায় সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সবার দেশ/কেএম