Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ৬ এপ্রিল ২০২৫

সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক ফিলিস্তিনিদের

বিশ্বের সকল মানুষকে এ ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনি সংহতি গ্রুপ, মানবাধিকার সংগঠনসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে ইসরায়েলি পণ্য বয়কট করে, প্রতিবাদ কর্মসূচি পালন করতে। স্থানীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে ইসরায়েল বিরোধী অবস্থান নিতে।

সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক ফিলিস্তিনিদের
ছবি: সবার দেশ

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ঐক্যবদ্ধ রাজনৈতিক জোট প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনজুড়ে এই ধর্মঘট পালনের পাশাপাশি বিশ্বজুড়ে সংহতির ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনভিত্তিক বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

গণহত্যার প্রতিবাদে প্রতিরোধের বার্তা
এক বিবৃতিতে প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স জানিয়েছে, গাজায় শিশু, নারীসহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলার বিরুদ্ধে প্রতিরোধ বিশ্বব্যাপী গড়ে তোলার এখনই সময়। আমাদের প্রতিরোধ কণ্ঠস্বর উঁচু করতে হবে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে চলমান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ।

জোটটি আরও বলেছে, ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধাপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় এড়ানো চলবে না। সকল মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় ও বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ জরুরি।

কে এ জোট?

প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স দ্বিতীয় ইন্তিফাদার সময় গঠিত একটি সর্বদলীয় ফিলিস্তিনি জোট। সাবেক নেতা ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং প্রখ্যাত রাজনৈতিক বন্দি মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত এ জোট মূলত বিভিন্ন রাজনৈতিক ও ইসলামিক সংগঠনগুলোর সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করে থাকে।

জোটটি প্রতিরোধ আন্দোলন, আন্তর্জাতিক লবিং এবং ইসরায়েলবিরোধী পদক্ষেপে ঐক্যবদ্ধ কর্মকৌশল গ্রহণ করে।

বিশ্বজুড়ে সংহতির আহ্বান

আগামীকাল শুধু ফিলিস্তিনেই নয়, বরং বিশ্বজুড়ে সকল বিবেকবান মানুষকে এ ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনি সংহতি গ্রুপ, মানবাধিকার সংগঠন এবং প্রবাসী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেনো তারা—

  • ইসরায়েলি পণ্য বয়কট করে
  • দখলদারিত্ববিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করে
  • স্থানীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করে যেন তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়

বৈশ্বিক প্রতিক্রিয়া ও পর্যবেক্ষণ

বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতোমধ্যে ধর্মঘট কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। অনেকে বলছেন, গাজায় চলমান সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণকে একরকম ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবেই চিহ্নিত করা উচিত।

সংহতি জানাতে বিশ্বব্যাপী রাস্তায় নামবে মানুষ, বন্ধ হবে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম— এ বার্তাই দিতে চায় ফিলিস্তিনিরা। তথ্যসূত্র: Wafa News Agency | Al Jazeera | Middle East Monitor

সবার দেশ/কেএম