Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৬, ৮ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে পৌঁছতে দীর্ঘ যাত্রা

গ্রেফতার এড়াতে নেতানিয়াহুর পথ পরিবর্তন

গ্রেফতার এড়াতে নেতানিয়াহুর পথ পরিবর্তন
ছবি: সবার দেশ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার ঝুঁকি এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাভাবিকের চেয়ে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পথ ঘুরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। 

স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) তিনি ওয়াশিংটন ডিসিতে অবতরণ করেন, যেখানে তাকে ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস জানিয়েছে, আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারে এমন দেশগুলোর আকাশসীমা এড়াতে নেতানিয়াহু এ দীর্ঘ পথ বেছে নিয়েছেন। আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোর আকাশসীমা ব্যবহার না করে তিনি নিরাপদ পথে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছিলেন যে, এ দেশগুলো পরোয়ানা কার্যকর করতে নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজ জরুরি অবতরণ করাতে পারে।

গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো। এ পরোয়ানা তার ভ্রমণ পরিকল্পনায় উল্লেখযোগ্য প্রভাব ফেললেও যুক্তরাষ্ট্রে তার স্বাগত জানানোর ঘটনা ইঙ্গিত করে যে, আন্তর্জাতিক আইনের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা আইসিসির পরোয়ানার বাস্তব প্রভাব এবং বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের অবস্থানের জটিলতা তুলে ধরেছে। নেতানিয়াহুর এ সফর কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ে নতুন আলোচনার সূচনা করতে পারে বলে মনে করা হচ্ছে।

আইসিসির এ পদক্ষেপ কতটা কার্যকর হবে এবং বিশ্ব নেতাদের ভ্রমণে এর প্রভাব কী হবে, তা ভবিষ্যতেই স্পষ্ট হবে। তবে নেতানিয়াহুর এ দীর্ঘ যাত্রা আন্তর্জাতিক আইন ও কূটনীতির মধ্যে একটি নতুন দ্বন্দ্বের চিত্র ফুটিয়ে তুলেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

সবার দেশ/কেএম