নাইট ক্লাবে মৃতের সংখ্যা বেড়ে ৯০

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্য বেড়ে ৯০ তে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে ‘জেট সেট’ নামের এ নাইট ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া, দেড় শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, ঘটনার পর থেকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, আমরা এখনও নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জানা গেছে, ঘটনার সময় নাইট ক্লাবটিতে প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ব্যান্ড গান পরিবেশনের মাঝে হঠাৎ ছাদ থেকে লাইট ও অন্যান্য সরঞ্জাম পড়তে শুরু করে। এর কয়েক মুহূর্ত পরই পুরো ছাদটি ধসে পড়ে, যা উপস্থিত সবাইকে চরম আতঙ্কে ফেলে দেয়।
ঘটনার পরপরই নিহত ও নিখোঁজদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। অনেকে তাদের প্রিয়জনদের ছবি হাতে নিয়ে খুঁজতে থাকেন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে অন্তত ২২টি প্রতিষ্ঠানের কর্মীরা। তবে ছাদ ধসে পড়ার সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি।
এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ‘জেট সেট’ নাইট ক্লাবটি দীর্ঘদিন ধরে সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, কিন্তু এই দুর্ঘটনা এটিকে একটি মর্মান্তিক ঘটনার কেন্দ্রে পরিণত করেছে।
সবার দেশ/কেএম