Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ৯ এপ্রিল ২০২৫

শুল্কযুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের ধস

চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর আজ থেকে: যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, চীনের জন্য প্রতিশোধ নেয়া ভুল সিদ্ধান্ত ছিলো। চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসতে হবে। যদি চীন চুক্তির জন্য এগিয়ে আসে, তবে প্রেসিডেন্ট অবিশ্বাস্যভাবে উদার হবেন।

চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর আজ থেকে: যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে আজ বুধবার (৯ এপ্রিল) থেকে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের এ পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। 

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট মঙ্গলবার সাংবাদিকদের জানান, আজ থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। 

গত ২ এপ্রিল ট্রাম্প বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক অন্তর্ভুক্ত ছিলো। এর আগে চীনা পণ্যে ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিলো, ফলে মোট শুল্কের হার দাঁড়ায় ৫৪ শতাংশে। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে। এর আগে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলো চীন। 

চীনের এ পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, চীন যদি তাদের শুল্ক প্রত্যাহার না করে, তবে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চীন ট্রাম্পের এ হুঁশিয়ারি আমলে না নিয়ে শুল্ক প্রত্যাহার করেনি। ফলে ট্রাম্প তার ঘোষণা বাস্তবায়নের নির্দেশ দেন। এর মাধ্যমে চীনা পণ্যের ওপর মোট শুল্কের হার ৫৪ শতাংশ থেকে বেড়ে ১০৪ শতাংশে পৌঁছেছে, যা আজ থেকে কার্যকর হচ্ছে। 

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, চীনের জন্য প্রতিশোধ নেয়া ভুল সিদ্ধান্ত ছিলো। তিনি মনে করেন, চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসতে হবে। যদি চীন চুক্তির জন্য এগিয়ে আসে, তবে প্রেসিডেন্ট অবিশ্বাস্যভাবে উদার হবেন।

এদিকে, চীনের অর্থ মন্ত্রণালয় ট্রাম্পের শুল্ক নীতিকে ‘একতরফা হয়রানি’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী এবং চীনের ন্যায্য অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, চীন এ শুল্কের বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়াই’ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। 

এ শুল্কযুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। অনেক দেশ যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে এমন পদক্ষেপের ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। 

এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে বিশ্ব বাণিজ্যের এ অস্থিরতা। বিশেষজ্ঞরা মনে করছেন, এ বাণিজ্যযুদ্ধ দীর্ঘমেয়াদে বৈশ্বিক সরবরাহ চেইন এবং অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম