অভিযুক্ত দিল্লি-ব্যাংকক ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রী
বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করলেন ভারতীয় যুবক

আবারও আন্তর্জাতিক ফ্লাইটে ঘটলো বীভৎস ঘটনা। দিল্লি থেকে ব্যাংককের উদ্দেশে উড্ডয়নরত এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এক ভারতীয় যাত্রী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত যাত্রীর নাম তুষার মাসান্দ (২৪)। তিনি ওই ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি আসনে অবস্থান করছিলেন এবং উড্ডয়নের পর অতিরিক্ত পরিমাণে হুইস্কি পান করেন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারীদের বরাত দিয়ে জানা যায়, মদ্যপানের পর তুষার আচরণে ভারসাম্য হারিয়ে ফেলেন এবং হঠাৎ পাশের আসনে বসা জাপানি এক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (MD) ওপর প্রস্রাব করেন। পাশের আরেকজন যাত্রীও ঘটনাটির স্বপক্ষে সাক্ষ্য দিয়েছেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ ঘটনাটিকে ‘অশালীন যাত্রী আচরণ’ হিসেবে বর্ণনা করলেও সরাসরি প্রস্রাবের ঘটনার উল্লেখ করেনি। এয়ারলাইন্সটি জানায়, অভিযুক্ত যাত্রীকে ৩০ দিনের জন্য ফ্লাইটে নিষিদ্ধ করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে।
এয়ার ইন্ডিয়ার ভাষ্যমতে, আমাদের কেবিন ক্রু বিমান চলাচল বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযুক্ত যাত্রীকে সতর্ক করা হয়েছে এবং ভুক্তভোগী যাত্রীকে ব্যাংককে যথাযথ সহায়তা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি।
ঘটনার পর ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিন্জারাপু বলেন, এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আমরা সর্বদা সতর্ক। এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে যদি কোনও অনিয়ম পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এয়ার ইন্ডিয়ায় এমন ঘটনা নতুন নয়। ২০২৩ সালের মার্চে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এক ভারতীয় শিক্ষার্থী আমেরিকান এয়ারলাইন্সে একই আচরণ করায় আজীবনের জন্য নিষিদ্ধ হন।
২০২৪ সালের নভেম্বরে, আরেক ভারতীয় যাত্রী মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক প্রবীণ নারীর ওপর প্রস্রাব করেন বলে অভিযোগ ওঠে।
বিমান ভ্রমণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপমানজনক আচরণ নিয়ে যাত্রী ও বিশেষজ্ঞ মহলে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত বিজনেস ক্লাসের মতো উচ্চমূল্যের সেবায়ও যদি এমন ঘটনা ঘটে, তাহলে যাত্রী সুরক্ষার গ্যারান্টি কোথায়—এ প্রশ্ন তুলছেন অনেকেই।
সবার দেশ/কেএম