Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৩১, ১০ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত: ফ্রান্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত: ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে আগামী কয়েক মাসের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। 

গত ৯ এপ্রিল ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ৫ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যেতে হবে। আমরা এটি কয়েক মাসের মধ্যেই করবো। 

তিনি আরও জানান, আগামী জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের একটি কনফারেন্সে নেতৃত্ব দেয়ার লক্ষ্য রয়েছে ফ্রান্সের, যেখানে একাধিক পক্ষের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

ম্যাক্রন স্পষ্ট করে বলেছেন, আমি এটি করবো কারণ, আমি মনে করি একটি সময় এটি সঠিক হবে। আমি একটি যৌথ গতিশীলতায় যুক্ত হতে চাই। 

এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ফ্রান্সের এ স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বি-রাষ্ট্র নীতির পক্ষে একটি সঠিক পদক্ষেপ হবে।

এর আগে, ২০২৪ সালের ২৮ মে আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া স্পেন ও নরওয়েও একই পথে হেঁটেছে। ফ্রান্স যদি এ পদক্ষেপ গ্রহণ করে, তবে এটি তাদের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। 

উল্লেখ্য, ২০১৪ সালে ফরাসি আইনপ্রণেতারা সরকারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার জন্য একটি প্রতীকী ভোট দিয়েছিলেন, যদিও তখন তা কূটনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারেনি।

এদিকে, ফ্রান্সের এ উদ্যোগ ইসরায়েলের ক্ষোভের কারণ হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসরায়েলের দাবি, এ মুহূর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত ‘অপরিপক্ক’ হবে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সম্ভাবনাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

ফ্রান্সের এ পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিন ইস্যুতে নতুন গতি সঞ্চার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম