Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ১১ এপ্রিল ২০২৫

৫ জন স্পেনের নাগরিক

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

নিউইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বিখ্যাত হাডসন নদীর ওপর ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু। ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতদের ৫ জন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন হেলিকপ্টারের পাইলট।

বৃহস্পতিবার বিকেলে ম্যানহাটনের আকাশে প্রায় ১৫ মিনিট উড়ার পর দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি আংশিকভাবে পানিতে ডুবে আছে, এবং ইতোমধ্যেই জরুরি সেবাকর্মীরা উদ্ধার কাজে লেগে পড়েছে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি নিউজার্সির উপকূল ধরে উড়ে যাচ্ছিলো। জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় পৌঁছার পর হঠাৎ করেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে হাডসন নদীতে বিধ্বস্ত হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই চারজন মারা যান, বাকি দুজন হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এক শোকবার্তায় বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।

হেলিকপ্টারটি পর্যটন ফ্লাইট ছিলো নাকি প্রাইভেট ব্যবহারের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ধরনের ফ্লাইটে ম্যানহাটন এলাকা প্রদক্ষিণ করিয়ে দর্শনার্থীদের নানা স্থান দেখানো হয়, যা নিউইয়র্ক ভ্রমণের একটি জনপ্রিয় উপায় হিসেবে পরিচিত।

সবার দেশ/এমকেজে