প্রযুক্তি জগতে নতুন দ্বন্দ্ব
ইলন মাস্কের বিরুদ্ধে ওপেনএআই-এর মামলা

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই।
বুধবার (৯ এপ্রিল) দায়ের করা এ মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানি’ এবং ‘বেআইনি পদক্ষেপ’-এর অভিযোগ আনা হয়েছে। এ পদক্ষেপ মাস্ক ও ওপেনএআই-এর মধ্যে চলমান আইনি ও ব্যক্তিগত দ্বন্দ্বকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওপেনএআই-এর অভিযোগ, টেসলা ও এক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক তাদের প্রতিষ্ঠানকে লাভজনক মডেলে রূপান্তরের প্রচেষ্টায় বাধা দিচ্ছেন। তারা দাবি করেছে, মাস্ক সংবাদমাধ্যমে আক্রমণ, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচারণা, করপোরেট নথির জন্য অযৌক্তিক দাবি এবং ওপেনএআই-এর সম্পদের জন্য ‘ভুয়া’ ক্রয় প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘দুর্নীতিমূলক কৌশল’ অবলম্বন করছেন। ওপেনএআই আদালতের কাছে মাস্কের এসব কার্যক্রম বন্ধ এবং সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে।
এ দ্বন্দ্বের শিকড় ২০১৫ সালে, যখন মাস্ক ও ওপেনএআই-এর বর্তমান প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান যৌথভাবে প্রতিষ্ঠানটি গঠন করেন। ২০১৮ সালে মাস্ক ওপেনএআই ত্যাগ করেন এবং ২০২৩ সালে নিজের এআই প্রতিষ্ঠান এক্সএআই প্রতিষ্ঠা করেন। গত বছর মাস্ক ওপেনএআই-এর করপোরেট কাঠামো পরিবর্তন বন্ধ করতে অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন, যার পরিপ্রেক্ষিতে এবার ওপেনএআই পাল্টা আইনি পদক্ষেপ নিল।
মাস্কের আইনি দল জানিয়েছে, তার নেতৃত্বে একটি কনসোর্টিয়াম ২০২৫-এর শুরুতে ওপেনএআই-এর জন্য ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল, যা ওপেনএআই প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করছে, ওপেনএআই-এর বোর্ড প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে এর গুরুত্ব বুঝতে পারতো।
ওপেনএআই জানিয়েছে, তাদের লাভজনক মডেলে রূপান্তরের পরিকল্পনা ৪০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ, এবং মাস্কের মামলা এ প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইলন মাস্ক ওপেনএআই-কে তার ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিতে চাইছেন। আমরা তাকে থামাতে এই পদক্ষেপ নিয়েছি।
আদালত এ মামলার বিচার শুরুর জন্য ২০২৬ সালের মার্চ মাস নির্ধারণ করেছেন। প্রযুক্তি জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্বের এই আইনি লড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং শিল্পের নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে।
সবার দেশ/এমকেজে