শুধু জন্মগত নারীই নারী, রূপান্তরিতরা নয়: বৃটেনের সুপ্রিম কোর্ট

বৃটেনের সুপ্রিম কোর্ট সর্বসম্মত রায়ে ঘোষণা করেছে, সমতা আইনের আওতায় শুধু জন্মগতভাবে নারীকেই নারী হিসেবে বিবেচনা করা হবে। রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) ব্যক্তিদের এ সংজ্ঞার আওতায় নারী হিসেবে গণ্য করা হবে না।
বুধবার (১৬ এপ্রিল) দেয়া এ রায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসে লিঙ্গ-ভিত্তিক অধিকারের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
নারী অধিকারবিষয়ক সংগঠন ‘ফর উইমেন স্কটল্যান্ড’ স্কটল্যান্ড সরকারের বিরুদ্ধে মামলা করে জন্মগত নারীদের জন্য লিঙ্গ-ভিত্তিক সুরক্ষার দাবি জানিয়েছিলো। তারা যুক্তি দেয়, ২০১০ সালের সমতা আইনের অধীনে শুধু জৈবিক লিঙ্গের ভিত্তিতে নারী সংজ্ঞায়িত হওয়া উচিত। আদালত তাদের পক্ষে রায় দিয়েছে।
বিচারক লর্ড হজ বলেন, এ রায়কে এক পক্ষের ওপর অন্য পক্ষের বিজয় হিসেবে দেখা উচিত নয়। আইনটি এখনও ট্রান্সজেন্ডারদের বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। স্কটল্যান্ড সরকার যুক্তি দিয়েছিলো, জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট (জিআরসি) প্রাপ্ত ট্রান্সজেন্ডাররা জন্মগত নারীদের মতো একই সুরক্ষা পাওয়ার অধিকারী। তবে সুপ্রিম কোর্ট তাদের যুক্তি খারিজ করে ফর উইমেন স্কটল্যান্ডের আবেদন মঞ্জুর করেছে।
এ রায় বৃটেনে সমতা আইনের ব্যাখ্যা ও প্রয়োগে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করলেও, লিঙ্গ-ভিত্তিক অধিকার নিয়ে চলমান বিতর্কে নতুন আলোচনার সূত্রপাত করতে পারে।
সবার দেশ/কেএম