Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১৮ এপ্রিল ২০২৫

৭ ডলার চুরি করে খোয়ালেন ৮৪ হাজার ডলার!

৭ ডলার চুরি করে খোয়ালেন ৮৪ হাজার ডলার!
ছবি: সংগৃহীত

জাপানের কিয়োটো শহরে এক বাসচালকের ৭ ডলার (১,০০০ ইয়েন) চুরির ঘটনা তাকে চাকরি ও ৮৪ হাজার ডলার (১.২ কোটি ইয়েনের বেশি) মূল্যের অবসরকালীন পেনশন থেকে বঞ্চিত করেছে। 

২৯ বছর ধরে কিয়োটো সিটি বাসে কর্মরত এ চালক ২০২২ সালে বাসের নিরাপত্তা ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়ার পর বরখাস্ত হন।

ঘটনার বিবরণ অনুযায়ী, পাঁচ জন যাত্রীর একটি দল বাসে উঠে চালককে ১,১৫০ ইয়েন প্রদান করে। চালক তাদের ১৫০ ইয়েন মূল্যের কয়েন ভাড়া সংগ্রহের বাক্সে ফেলতে নির্দেশ দেন এবং ১,০০০ ইয়েনের একটি নোট হাতে নিয়ে তা যথাযথভাবে রিপোর্ট করেননি। ক্যামেরায় ধরা পড়া সত্ত্বেও তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে চুরির অভিযোগ অস্বীকার করার চেষ্টা করেন। 

চাকরিচ্যুতি ও পেনশন হারানোর পর চালক কিয়োটো শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। প্রাথমিকভাবে একটি আদালত তার পক্ষে রায় দিয়ে শাস্তিকে অতিরিক্ত কঠোর বলে উল্লেখ করে। কিন্তু ১৭ এপ্রিল ২০২৫-এ জাপানের সুপ্রিম কোর্ট শহর কর্তৃপক্ষের পক্ষে চূড়ান্ত রায় দিয়ে মূল শাস্তি পুনর্বহাল করে। আদালত বলেন, চালকের এ আচরণ জনসাধারণের বাস ব্যবস্থার প্রতি আস্থা এবং পরিষেবার সুষ্ঠু পরিচালনাকে ক্ষুণ্ন করতে পারে।

কিয়োটোর গণপরিবহন ব্যুরোর একজন কর্মকর্তা শিনিচি হিরাই এএফপিকে বলেন, প্রতিটি বাসচালক একা কাজ করেন এবং জনগণের অর্থ পরিচালনা করেন। এ ধরনের তহবিল তছরুপের ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের সংস্থার শৃঙ্খলা নষ্ট হতে পারে এবং জনগণের আস্থা কমে যেতে পারে।

রায়ে আরও উল্লেখ করা হয়, এ চালক তার কর্মজীবনে একাধিকবার তিরস্কৃত হয়েছিলেন। এর মধ্যে ছিলো ডিউটির সময় ইলেকট্রনিক সিগারেট ব্যবহারের ঘটনা, যদিও তখন বাসে কোনও যাত্রী ছিলেন না।

এ ঘটনা জাপানের কঠোর নৈতিক ও পেশাগত মানের প্রতিফলন ঘটায়, যেখানে ক্ষুদ্র অপরাধও কঠিন শাস্তির কারণ হতে পারে। তবে অনেকে মনে করছেন, ৭ ডলার চুরির জন্য ৮৪ হাজার ডলারের পেনশন হারানো অতিরিক্ত কঠোর শাস্তি। এ রায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।

সবার দেশ/কেএম