Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৪, ২০ এপ্রিল ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেড় লাখ ইসরায়েলির পিটিশন স্বাক্ষর

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেড় লাখ ইসরায়েলির পিটিশন স্বাক্ষর
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বন্দিদের মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে প্রায় ১ লাখ ৪০ হাজার ইসরায়েলি নাগরিক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, এ উদ্যোগ গত শনিবার (১৯ এপ্রিল) আরও গতি পায়, যখন সামরিক বিভাগ, গোয়েন্দা সংস্থা ও শিক্ষাবিদদের চিঠির পর এ পিটিশন জোরালো সমর্থন লাভ করে।

প্রতিবেদন অনুযায়ী, এ পিটিশনের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে। গত সপ্তাহে নেতানিয়াহু যুদ্ধবিরোধী কথা বলা সৈন্যদের বরখাস্তের হুমকি দেয়ার পর প্রাক্তন সামরিক সদস্যরা আরও সক্রিয় হয়ে উঠেছেন এবং এ উদ্যোগে যোগ দিয়েছেন।

‘রিস্টোরেড ইসরায়েল’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটিশনে স্বাক্ষরকারীদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ২৫৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ হাজার ১৭৯ জন সামরিক সদস্য। এছাড়া, প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক, প্রাক্তন চিফ অফ স্টাফ ড্যান হালুটজ এবং প্রাক্তন সামরিক গোয়েন্দা প্রধান আমোস মালকাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রাক্তন সামরিক কর্মকর্তাও এতে স্বাক্ষর করেছেন।

এ পিটিশন যুদ্ধ বন্ধ এবং বন্দিদের মুক্তির জন্য জনগণের ক্রমবর্ধমান সমর্থনের ইঙ্গিত দিচ্ছে, যা ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম